আন্তর্জাতিক ডেস্ক : তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় গ্রিসের অনেক স্থান এক সপ্তাহ ধরে দাবানলের আগুনে জ্বলছে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোডস দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৯ হাজার বাসিন্দাকে।
সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস দাবানলের সঙ্গে লড়াই করছে। দাবানলের আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে দেশটির কর্ফু ও ইভা দ্বীপে। ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ায় এ দুই দ্বীপ থেকে সবাইকে সরে যেতে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে।
এদিকে রোডস দ্বীপের আগুন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে বলে জানিয়েছে দ্বীপটির ডেপুটি মেয়র। এর ফলে ১৯ হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
গ্রিক দ্বীপটির কেন্দ্রস্থল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায়, অনেক পর্যটক তাদের হোটেল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তবে ছুটি উদযাপন করতে আসা পর্যটকদের দুদিনের মধ্যে ইজি জেটের মাধ্যমে রেডস দ্বীপ হয়ে যুক্তরাজ্যে পাঠানোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উত্তর-পশ্চিমে আইওনিয়ান সাগরে অবস্থিত কর্ফু দ্বীপ। এর আগের দিন রবিবার সন্ধ্যায় জরুরি যোগাযোগ পরিষেবা কর্ফুর বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ আদেশ জারি করে। দ্বীপের সান্তা, মেগৌলা, পোর্টা, পালিয়া, পেরিথিয়া এবং সিনিস এলাকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে। দ্বীপটির বেশির ভাগ দাবানলই বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে, উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের সরকারি ছুটি ছুটি বাতিল করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮