আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ডেনমার্কের রাজধানীতে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন একদল লোক। ইরাকি দূতাবাসের সামনে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানোর এই ঘটনা ইরাক ও ডেনমার্কের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও অবনতির নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩