তথ্যপ্রযুক্তি ডেস্ক : সোমবার (২৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দ্য গার্ডিয়ান জানায়, ইলন মাস্ক টুইটারের জন্য একটি নতুন লোগো প্রকাশ করেছেন। এতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।
আর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির জন্য একটি লোগো উন্মোচন করেছেন। যাতে নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।
লিন্ডা ইয়াকারিনো এক টুইট বার্তায় জানান, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই’। একইসঙ্গে তিনি সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের ওপর প্রজেক্ট করা নতুন লোগোর একটি ছবি প্রকাশ করেছেন।
সান ফ্রানসিসকোতে অবস্থিত টুইটারের কার্যালয়ে নতুন লোগোটি প্রজেক্ট করা হয়। ছবি: লিন্ডা ইয়াকারিনোর টুইট থেকে নেয়া
বর্তমানে ইয়াকারিনো ও মাস্কের টুইটার অ্যাকাউন্টে এক্স লোগোটি দেখা যাচ্ছে। তবে টুইটারের অন্যান্য অংশে এখনো নীল রঙের পাখি সংবলিত লোগোর উপস্থিতি রয়েছে।
এর আগে রোববার (২৩ জুলাই) টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’টুইটে ইলন মাস্ক আরও বলেছিলেন, যদি আজ রাতে ভালো একটি ‘এক্স লোগো’ পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।
চলতি বছরের এপ্রিলে টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানানোর সময় মাস্ক টুইট করে লেখেন, লিন্ডার সঙ্গে স্বয়ংসম্পূর্ণ অ্যাপ ‘এক্স’ তৈরি করার জন্য কাজ করব। এ ছাড়া গত বছরের অক্টোবরে মাস্ক বলেছিলেন, ‘এক্স’ অ্যাপ তৈরি করার জন্যই টুইটার কেনা হয়েছে।