আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২২ জুলাই) স্থানীয় একটি আইনজীবী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ঘটনাটি দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় ঘটেছে। দারফুর বার এসোসিয়েশন জানিয়েছে, দুপক্ষের পাল্টাপাল্টি রকেট হামলায় ১৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে একটি পরিবারের একজন সদস্য ব্যতীত বকি সবাই মারা গেছে। তবে যিনি বেঁচে আছেন, তিনিও গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে, পশ্চিম দারফুরের রাজধানী এল জেনিনায় স্নাইপারের (যারা লুকিয়ে গুলি করে মানুষ হত্যা করে ) গুলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।দারফুর বার এসোসিয়েশন আরও বলেন, স্নাইপারের গুলিতে একজন নিহত হয়েছেন। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে দেশটির সেনাবাহিনী এবং সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হয়।
গত ১৬ জুন সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্পের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জুন মাসের ৯ তারিখ পর্যন্ত দেশটিতে সংঘাতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, সুদানের সংঘাতে এখন পর্যন্ত দেশটির ২২ লাখ বাসিন্দা দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার বাসিন্দা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ৯:১৪