স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হ্যারি ম্যাগুইয়ারকে। এবার তার জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ওল্ড ট্যাফোর্ডের দলটি। পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস নতুন মৌসুমে ইউনাইটেডের আর্ম ব্যান্ড পরবেন। দলটির কোচ এরিক টেন হাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ বছর বয়সী ব্রুনো ২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন। দলের সবচেয়ে নিয়মিত ও উজ্জ্বল পারফরমারদের একজন তিনি। বাজে পারফরম্যান্সের জন্য গত মৌসুমে মাত্র ৮ ম্যাচে শুরুর একাদশে ছিলেন হ্যারি ম্যাগুইয়ার। তার অনুপস্থিতিতে অনেক ম্যাচে ব্রুনোই নেতৃত্ব দিয়েছেন ইউনাইটেডকে।
এবার পাকাপাকিভাবে দায়িত্বটা পেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ১৮৫ ম্যাচ খেলেছেন ব্রুনো। ৬৪টি গোল করেছেন, অ্যাসিস্ট ৫৪টি। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ১৫ গোল তার।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৯