স্পোর্টস ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারকে জিজ্ঞাসা করা হয়, তার ছেলে হলে কী নাম রাখবেন? নেইমার উত্তরে বলেন, ‘মেসি’। কদিন আগেই বাবা হওয়ার খবব দিয়েছেন নেইমার। তার কয়েকদিন পর ইনস্টাগ্রামে জানান তিনি কন্যাসন্তানের বাবা হচ্ছেন। তবে এবার কন্যাসন্তানের বাবা হলেও ভবিষ্যতে যদি ছেলে সন্তানের বাবা হন তখন তার নাম মেসি রাখবেন বলে জানিয়েছেন পিএসজির এই তারকা।
২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। বার্সার হয়ে মাঠে দারুণ এক জুটি জমিয়ে তোলেন দুজন। কিন্তু ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজি চলে যান। তবে তাতেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। নানা সময়েই তাদের দেখা গেছে আড্ডা দিতে।
এরপর পিএসজিতে আবারও নেইমারের সঙ্গে জুটি বাঁধেন মেসি। যদিও মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক মেসি দূর এগোয়নি। গত মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেও নেইমারের সঙ্গে মেসির সম্পর্কের কোনো অবনতি হয়নি। তবে পিএসজিতে মেসি সফলতা না পাওয়ার বিষয়টিও জানান নেইমার। বিশ্বের সেরা ত্রয়ী ধরা হয়েছিল মেসি-নেইমার-এমবাপ্পেকে। তবে সেখানে বড় কোনো ট্রফি জিততে না পারায় হতাশা নিয়ে ক্লাব ছাড়েন মেসি।
কেন এই ত্রয়ী সফলতা পায়নি তা জানিয়েছেন নেইমার। পিএসজির তারকা নেইমার বলেন,আমাদের শক্ত একটা দল ছিল। মেসি, এমবাপ্পে ও আমি পৃথিবীর সেরা ফুটবলার। আমরা এটাই জানতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমারা মানিয়ে নিতে পারিনি। ব্যাপারটা আমাদের জন্য ভালো ছিল না।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০