স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে এবারের জিম-আফ্রো টি-টেন লিগ। যেখানে প্রথম ম্যাচেই তাসকিন-রাজাদের বুলাওয়ে ব্রেভস হারারে হ্যারিকেন্সের মুখোমুখি হবে। তার আগে সমর্থকদের জিজ্ঞাসায় তাসকিনকে বন্ধু বলে সম্বোধন করেছেন রাজা। ফেসবুকে তাসকিনের সঙ্গে ছবি দিয়ে এক স্ট্যাটাসে রাজা লিখেছেন, ‘যারা জিজ্ঞেস করছেন তাসকিন কোথায়, এই যে সে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু তাসকিন।’
জিম আফ্রো টি-টেনের প্রথম আসরে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি- হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস, ডারবান কালান্দার্স ও জোবার্গ বাফেলোস। জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আসরের পর্দা উঠবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফান পাঠান লড়াই দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। পরের তিনদিন টানা ৯টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলাটি শুরু হবে বিকাল ৩টায়, দ্বিতীয়টি বিকাল ৫টায় ও শেষেরটি সন্ধ্যা ৭টায়।
২৪ ও ২৭ জুলাই হবে দুটি করে খেলা। এছাড়া আরও তিনদিন মাঠে গড়াবে ৩টি করে খেলা। ২৮ জুলাই থেকে শুরু হবে এলিমেনেটর ও কোয়ালিফায়ার রাউন্ড। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ২৯ জুলাই। আসরের সবগুলো ম্যাচই হবে হারারেতে। ফাইনালের পরও থাকবে জাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৩