আলি হায়দার (রুমান)ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৯ বছর পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ জুলাই বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান।
এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন।উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা।
কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/রাত ৮:৩০