বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আবু লাল (৬০) নামের এক নৈশপ্রহরীকে হত্যা করে রবি মোবাইল ফোন কম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তি এলাকায় রবি মোবাইল টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু লালের লাশ উদ্ধার করে পুলিশ। আবু লাল ওই এলাকার আবদুল জব্বার ভ‚ইয়ার ছেলে।
সোমবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হয় বলে পুলিশ ধারণা করছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, রাতের কোন এক সময় চোরেরা হানা দিয়ে টাওয়ারের কক্ষের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আবু লালের হাত-পা বেঁধে তাকে হত্যা করে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১০:৫৪