শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ফুলবাড়ীতে জমি বিক্রয়ের ভূয়া কাগজ দেখিয়ে কৃষি কর্মকর্তার বিধবা স্ত্রীর ৯ লক্ষ টাকা আত্মসাত ॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৩৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের মৃত আকতার রহমান বিধবা স্ত্রী সাবিনা ইয়াসমিনকে ভূয়া জমির কাগজ দেখিয়ে জমি বিক্রির কথা বলে প্রতারক মোস্তাফিজুর রহমান দুলাল ৯ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামে মৃত আকতার রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা বিধবা স্ত্রী জমি ক্রয়ের উদ্দেশ্যে খাজাপুর গ্রামে মৃত সিরাজ প্রমানিকের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল জমি বিক্রয়ের উদ্দেশ্যে ভূয়া জমির কাগজ দেখিয়ে গত ২৫/০৩/২০১৬ইং তারিখে ৯ লক্ষ টাকা বায়না করে। পরবর্তীতে জানতে পারে উক্ত ব্যক্তি ১ জন জালিয়াত চক্রের হোতা, ও জাল দলিল সৃষ্টিকারী। পরবর্তীতে উক্ত টাকা ফেরত চাইলে দিতে অনীহা প্রকাশ করে। এই ঘটনা নিয়ে স্থানীয় সংসদ সদস্যর নিকট বিচার দিয়েও অদ্যবধি কোন বিচার পাননি।

এই ঘটনায় ন্যয় বিচারের আশায় সাবিনা ইয়াসমিন ৯/৩/২০২২ ইং তারিখে ন্যয় বিচারের আশায় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্টমন্ত্রী ও দিনাজপুর জেলা প্রশাসকের কাছে ন্যায় বিচারের আশায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন বিচার পান নি। মোস্তাফিজুর রহমান দুলাল এর সাথে ২৫/০২/২০১৮ ইং তারিখে একটি চুক্তিনামা হয়। সেই চুক্তিনামায় পূর্ব রাজারামপুর ঘাটপাড়া গ্রামের হাবিবুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীতে সাজু খন্দকারকে পুলিশ বাহিনীতে এবং মোছাঃ সাবিনা ইয়াসমিন কে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ, ৯ লক্ষ এবং ৭ লক্ষ টাকা সহ মোট ২৩ লক্ষ টাকা আত্মসাত করে। কাঁটাবাড়ী গ্রামের তোজাম্মেল হকের স্ত্রী মনোয়ার বেওয়া গংদের নামজারি কেস নং ১৫১১/২০-২১, খারিজ খতিয়ান ২৬৭, জাল কাগজ সৃষ্টি করে দিনাজপুর আদালতে বিবাদী করে মিথ্যা মামলা করেন। যাহার মামলা নং-১০৮/২০২১, মামলার বাদি প্রতারক মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল।

দিনাজপুরের ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রতারক মোস্তাফিজুর রহমান দুলাল এর বিরুদ্ধে খারিজ বাতিলের অভিযোগ করেন। ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের একরামুল হকের স্ত্রী মোছাঃ নাছিমা খানম এর গত ২৫/০৬/২০২৩ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) ফুলবাড়ীতে প্রতারক মোস্তাফিজুর রহমান দুলাল এর বিরুদ্ধে খারিজ বাতিলের দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়, পাওয়ার অফ এটোনি ১৪৬৬, তারিখ: ১৯/০৩/২০১৫ ইং দলিলের মাধ্যমে হেবার ঘোষণা দলিল নং ১৫৮৩, তারিখ- ২৯/০৩/২০১৫, খারিজ কেস নং- ওঢও৩৭৪০/২০২২-২০২৩ এ্যাটনী আইন ২০১২ সনের ৩৫নং আইন ধারা ১৪ এ প্রাপ্ত ক্ষমতাবলে খারিজ বাতিলের অভিযোগ করেন। ফুলবাড়ী উপজেলার ৪৩নং বলিহারপুর মৌজার ৫১নং খতিয়ানের দাগ নং-১৮, জমির পরিমান- ৩৮ শতক, দাগ নং-৩৮, পরিমান-৩১ শতক, দাগ নং-৩২২, পরিমান. ১.১৯ শতক, দাগ নং-৩২৩, পরিমান-১৯ শতক খতিয়ানের রায়তি মালিক ফেলানী বর্মনী, মোহিনী বর্মনী, পিতা- পোয়াতু রাম বর্মন, সাং- সমশেরনগর, পার্বতীপুর, দিনাজপুর। এসএ খতিয়ান ৫৭, দাগ নং- ১৮, পরিমান-৩৮ শতক, দাগ নং-৩৮, পরিমান-৩১ শতক, দাগ নং-৩২২, পরিমান-১.১৯ শতক, দাগ নং- ৩২৩, পরিমান- ১৯ শতক। এই জমির মালিক হরিমোহন রায়, ২১/১০/১৯৬৪ইং সালে ১০১২৮ নং দলিলে একরামুল হক, পিতা- আজমুদ্দিন, সাং- কাঁটাবাড়ী, ফুলবাড়ী, দিনাজপুর নিকট হস্তান্তর করেন। এভাবে প্রতারক মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল বহু সম্পত্তির জাল দলিল সৃষ্টি ও মামলা মোকদ্দমা করে মানুষকে অফুরন্ত হয়রানি করছেন। তার ভোটার আইডি কার্ডে প্রকৃত বয়সও জালিয়াতি করেছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit