আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে ভর্তি হয়েছেন। শরীরে পানি শূণ্যতার কারণে শনিবার (১৫ জুলাই) তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
দেশজুড়ে কয়েক মাস তার সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন চলা অবস্থায় এমন খবর সামনে আসলো।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। ইসরায়েলে চলমান রেকর্ড তাপমাত্রার মধ্যেই তিনি শুক্রবার গ্যালিলি সাগরে ছুটি কাটাতে যান।
পরদিন শনিবার সিজারিয়া উপকূল তীরবর্তী তার ব্যক্তিগত বাসভবনের কাছের তেল হাশোমার শহরের শেবা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলে সংবাদমাদ্যম জানিয়েছে , হাসপাতালের নেওয়ার সময় তিনি পুরোপুরি সচেতন ছিলেন এবং হাসপাতালের জুরুরি কক্ষে নিজেই হেটে যান তিনি ।
চিকিৎসকের বরাতে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’নেতানিয়াহুর বুকে ব্যথা ছিল বলে দাবি করে। তবে বিষয়টি নিশ্চিত করা যায় নি। পরে তারা জানায়, তাকে কোনো ওষুধ দেওয়া হয়নি। এমনকি তাকে শারীরিকভাবে অক্ষম ঘোষণা করার কোনো প্রক্রিয়াও দেখা যায় নি।
পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়,‘ ‘হালকা মাথা ঘোরার ‘ সমস্যা থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে। প্রাথমিক রোগ হিসেবে ‘পানি শূণ্যতা’র প্রমাণ পাওয়া গেছে।’ আরও নিয়মিত পরীক্ষা চলছে।’ এর আগের এক বিবৃতিতে তার অবস্থা ভালো বলে জাননো হয়।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আকস্মিক এই অসুস্থতার জন্য তাৎক্ষণিক ক্ষমতা হস্তান্তরের কোনো আভাস পাওয়া যায় নি।
গত অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/রাত ১১:৩৬