আন্তর্জাতিক ডেস্ক : হলিউডে লেখকদের পাশাপাশি এবার ধর্মঘটে যাচ্ছে অভিনয়শিল্পীরা। ফলে বড় বিপর্যয় নেমে আসার শঙ্কায় রয়েছে মার্কিন অর্থনীতি। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে চার বিলিয়ন ডলার। আজ শুক্রবার (১৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৬০ সালের পর ৬৩ বছরের মধ্যে এই প্রথম হলিউডের অভিনেতাশিল্পী ও লেখকেরা একযোগে ধর্মঘট করছেন। এই ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যাবে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান। এর আগে লেখকদের ধর্মঘটের কারণে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের সংখ্যা কমে গিয়েছিল। এবারও তাই হবে। এমনকি ধর্মঘট অব্যাহত থাকলে বড়জোর কিছু অ্যানিমেশন ও টক শো চলতে পারে।
প্রায় এক লাখ ৬০ হাজার অভিনয়শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। সংগঠনটি জানিয়েছে, বেতন বাড়ানো, স্ট্রিমিং জায়ান্টদের সঙ্গে লাভের ন্যায্য বিভাজন ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে যে হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে তাদের দাবির কোনো মীমাংসা হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা ধর্মঘটে অংশ নিচ্ছেন।
এদিকে গবেষণা সংস্থা মিলকেন ইনস্টিটিউটের আন্তর্জাতিক কৌশল বিভাগের প্রধান কেভিন ক্লাউডেন বলেছেন, লেখক-অভিনয়শিল্পীদের ধর্মঘটে অর্থনীতিতে চার বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। বিশেষ করে যদি অভিনয়শিল্পীরা খুব দ্রুত কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১