বিনোদন ডেস্ক : ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির আর এক মাসও বাকি নেই। আর এরই মধ্যে সেন্সর বোর্ডে আটকে দিল ‘ওএমজি ২’। সব দিক ভেবেচিন্তে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তবেই ছবিটিকে ছাড়পত্র দেবে সেন্সর বোর্ড তথা সিবিএফসি। এদিকে গত ১১ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার।
গত মাসেই মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘আদিপুরুষ’। বড় বাজেটের এই সিনেমা মুক্তির পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যায়। সিনেমায় হিন্দু দেব-দেবতাদের সংলাপ, তাদের সাজপোশাক নিয়ে অসন্তোষ দর্শকের মধ্যে। নির্মাতাদের সঙ্গে সমালোচনার মুখে পড়ে সেন্সর বোর্ডও। আর এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্যই ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বন করছে সেন্সর বোর্ড।
‘ওএমজি ২’ তে হিন্দু দেবতা শিবের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অক্ষয়ের সেই লুকও। তাই সেন্সর বোর্ড সংশোধনী কমিটির কাছে পাঠিয়েছে সিনেমাটি। তারা সিনেমাটির সংলাপ আর দৃশ্যগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপর ছাড়পত্র দেবে। অন্যদিকে মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ১:৫০