ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৩ জুলাই) ৫৪ ধারা নিয়ে হাইকোর্টের আদেশ বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয়ে ৬টি পয়েন্টের ব্যাপারে অধিকতর শুনানির নির্দেশ দেন আদালত। হাইকোর্টের আদেশ অনুযায়ী, গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ব্যক্তির পরিবারকে ফোন করে গ্রেফতারের বিষয়ে জানাতে হবে পুলিশকে।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:৫৮