বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে মাটি নিয়ে পুকুর ভরাট ও বিক্রির ঘটনায় চারটি ডেজ্রার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া এলাকায় কৃষি থেকে থেকে মাটি কাটার সময় এসব ড্রেজার জব্দ করা হয়। এ সময় মাটিখেকোদের একটি টিনশেডের ঘর গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন।
এলাকাবাসীর অভিযোগ, মাহিন খন্দকার নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রভাবশালী ভুমি খেকোচক্র গৌতমপাড়া এলাকার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কেটে বিক্রি করছিলো। এলাকার অনেকে এতে বাঁধা দেওয়ার তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিলো। পরে এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। এ অবস্থায় বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থ জমিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে আগেই গা-ঢাকা দেয় মাটিখেকো চক্রের সদস্যরা। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় যে কৃষি জমি থেকে মাটি নিয়ে গভীর গর্তে পরিণত করা হয়েছে।
আবু সাঈদ মোল্লা নামে এক কৃষক বলেন, ‘দীর্ঘ দিন ধরে একটি মাটিখেকো চক্র গৌতমপাড়া এলাকার কৃষি জমিতে ড্রেজার লাগিয়ে মাটি কেটে নিচ্ছে। এতে আশেপাশের জমিগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাদেরকে বেশ কয়েকবার বলার পরও কর্ণপাত করেনি। প্রশাসনের অভিযানে আমরা খুশি।’হারুণ মোল্লা নামে আরেক কৃষক বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে।
তারা দেশের আইন বাস্তবায়ন করেছেন। এতে করে আমাদের কৃষকদের জীবন বাঁচিয়ে দিয়েছেন। আমরা অনেক খুশি।’অভিযান পরিচালনা করা মো. মোশারফ হোসাইন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ি অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার সময় অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তরা কৃষি জমির মাটি কেটে পুকুর ভরাট ও মাটি বিক্রি করে আসছিলো।