বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ টনকি শিকারমুড়া ভুঁইয়া বাড়ির মোঃ জয়নাল আবেদীন ভূইয়া, মঙ্গলবার দুপুরে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন…….. ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি আখাউড়া মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, একুশে টেলিভিশনের সাবেক চাইল্ড রিপোর্টার ও সীমান্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহিন আলম জয়ের পিতা।
তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তার পারিবারিক সূত্রে জানা গেছে, তার কর্মস্থল ঢাকায় মঙ্গলবার দুপুর একটার দিকে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলে তার সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসকের নিকট নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। তার মৃত্যুর সংবাদ স্বজনদের নিকট পৌঁছলে, পরিবারে শোকের ছায়া নেমে আসে, তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরে স্থানীয় সাংবাদিক সমাজের প্রতিনিধিরা শোক জানাতে ছুটে যান সাংবাদিক শাহিন আলমের বাড়িতে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মরহুমের লাশ বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
এলাকাবাসী ও কর্মস্থলের সহকর্মীরা জানান সর্বদা হাস্যজ্জল থাকা মোঃ জয়নাল আবেদীন ভূইয়া একজন ভালো লোক ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় বড় টনকি ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে টনকি কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে সকল শ্রেণী পেশার লোকজন সহ প্রায় কয়েকশো মুসল্লী অংশগ্রহণ করে। এসময় অনেকে তার কর্মময় জীবনের ভালো দিকগুলো তুলে ধরেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা ……….. (সিংক, সাংবাদিক শাহিন আলম জয়)।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/দুপুর ২:২২