বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই নতুন ছবিতে দেবের লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তার ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেব, সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্রকে দেখা যাবে। শিগগিরই মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটি।এরমধ্যেই জানা গেল, আরও এক নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেব। ছবির নাম ‘প্রধান’। এতে দেবের বিপরীতে অভিনয় করবেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমি তৃষা।
দেব তার সোশ্য়াল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করলেন। যেখানে তিনি লিখেছেন নতুন চরিত্র এখন তার ‘প্রধান’ প্রায়োরিটি। ছবিতে দেখা যাচ্ছে ট্রেডমিলে রীতিমত ঘাম ঝরাচ্ছেন দেব। আর সেখান থেকে হাতে ফোন নিয়ে ছবি তোলেন তিনি। তবে এই ছবির গল্প ঠিক কেমন হতে চলেছে তা এখনও জানা যায়নি। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে।
প্রসঙ্গত, সৃজিত মুখার্জির সঙ্গে অভিমানের পাট চুকিয়ে আবারও একসঙ্গে আসছেন দেব। সম্প্রতি দেবের অফিসে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, তাদের সাথে আরও রয়েছেন রুক্মিণী। দেব জানিয়েছেন, ২০২৪ সালে তারা একসঙ্গে পর্দায় আসছেন।
কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ২:১৩