এ অনিয়ম দেখে স্থানীয়রা বাধা দিলে তাদের কথা শুনে নি ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয়দের দাবি সংযোগ সড়কে শুরু থেকেই কাজে অনিয়ম করা হয়েছে। পুরাতন কার্পেটিং তুলে নতুন কার্পেটিং করার সময় আগের কংক্রিট ব্যবহার করা হয়েছে,আবার নিম্নমানের পাথর, ডাষ্ট এবং একেবারে কম পরিমাণ বিটুমিন দিয়ে পিজ তৈরি করে নতুন কারপেটিংয়ের কাজ করা হয়েছে। ঈদের আগে কার্পেটিং এর কাজ করা হলেও এখন হাত দিয়ে কারপেটিংয়ের পাথর উঠানো যায়।এদিকে রাস্তার পাশের পুকুরে ব্লক দেওয়া হয়েছে মাটি আটকানোর জন্য, ব্লক বসানোর ক্ষেত্রে মাটি নেয়া হয়েছে দেওয়ালের পাশ থেকে পরবর্তীতে ব্লক দেওয়ালসহ পুকুরে ভেঙে গেছে।শক্ত মজবুত করে দেয়াল নির্মাণ সহ সঠিকভাবে রাস্তার কাজ নিশ্চিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসাইন এর স্বত্বাধিকারী লোকমান হোসাইন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম সুমন বলেন মূলত আমরা ইনভেস্টিগেট করে যেটা দেখলাম এটা পুরাতন ওয়াল,এ ওয়ালটা আমাদের ধরা ছিল না প্রটেকশন এর জন্য মূলত ব্লক দেওয়া হয়েছে।এরা(ঠিকাদার) বেকু দিয়ে মাটি কেটেছে , দেওয়ালের কাছ থেকে মাটি কাটছে হয়তো এর জন্য মাটির চাপে এটা ভেঙে গেছে। তবে ঠিকাদারকে বলেছি এটা তো ভেঙে গেছে আপনি দ্রুত ব্যবস্থা করেন তিনি(ঠিকাদার) জানিয়েছেন করে দেবে।সংযোগ সড়কে অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে আমিনুল ইসলাম সুমন বলেন বিটুমিনের মূল সমস্যা হলো পানি আর ছায়া বৃষ্টির কারণে এমনটা হয়েছে বলে মনে হচ্ছে সঠিকভাবে কাজটা করার জন্য বলা হয়েছে।
কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/সকাল ১০:১২