বিনোদন ডেস্ক : টালিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই। রিলের পর এবার রিয়েলেও সিঁদুরে রাঙা হলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস। ভালোবাসার মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। একেবারে চুপিসারেই বিয়েটা সেরেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। কাউকে কিছু টের পেতে দেননি এই তারকা দম্পতি। শুধু ফেসবুক পোস্টে সবাইকে চমকে বিয়ের সুখবর দিয়েছেন শ্রুতি।
তাদের প্রেমের পথচলা শুরু হয়েছিল ‘ত্রিনয়নী’ থেকে। বয়সের ফারাক অনেক হওয়া সত্ত্বেও তাদের সম্পর্কের ক্ষেত্রে সেটা কখনই বাঁধা হয়নি। বরং আরও বেঁধে বেঁধে থেকেছেন। তাদের এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্তরা। বাদ যাননি টালিপাড়ার বন্ধুরাও। বর্তমানে অভিনেত্রীকে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মুখ্য নারী চরিত্রে। তার চরিত্রের নাম পাখি। এই ধারাবাহিকের পরিচালকও হলেন স্বর্ণেন্দু।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১