সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

চৌগাছায় ৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, পঙ্গু অর্ধশত ও আহত বেশুমার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ২০২৩ সালের গেল ৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১২ জন। এ সকল সড়ক দুর্ঘটনায় আজীবন পঙ্গুত বরণ করেছেন অনন্ত অর্ধশত ও আহত হয়েছেন বেশুমার। এ সকল দূর্ঘটনায় আহতদের চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবার সহায়-সম্বল বিক্রি করে দেওলিয়া হয়ে পথে বসে গেছে।

গত ৬ মাসে চৌগাছায় ৬টি রুটে থ্রি-হুইলার, আলমসাধু, ভটভটি, নছিমন, করিমন ও ইজিবাইক গাড়ির সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেছেন ১১ জন মানুষ। এরমধ্যে বেশির ভাগই মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত অনুমতিবিহীন যানবাহনের কারণে। উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও হাইওয়েতে প্রশাসনের সহায়তায় বিভিন্ন সড়ক-মহাসড়কে চলছে এসব অবৈধ যানবাহন।

হাসপাতাল ও থানা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় উপজেলায় গত ৬ মাসে নিহত হয়েছেন, ৫ জুলাই বুধবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিনা বানু (৬৫) নামে এক নারী নিহত হন। উপজেলার নারায়পুর বাজারে কপোতাক্ষ নদ ব্রীজ ঘাটে ঘটনাটি ঘটে। নিহত হাসিনা বানু নারায়পুর গ্রামের পূর্ব পাড়ার আবু শামার স্ত্রী। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। এদিন দুপুরে তিনি গ্রামের (নারায়নপুর) উপ-স্বাস্থ্য কেন্দ্রেডাক্তার দেখায়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় নারায়নপুর বাজারে কপোতাক্ষ নদের ব্রিজের নিকটে পৌছালে ব্রিজেরপশ্চিম অংশে সড়ক মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাকটি (যশোর-ট-০৯৯৩) পেছন দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার সময় তাকে চাপা দেয়।

এতে চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজ রবিউল ইসলাম রুবেল (২৬) ও হযরত আলী (৩০) নামে দুই জন নিহত হন। এদিন রাতে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর আলীর ছেলে ও হাফেজহযরত আলী পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দস শুকুরের ছেলে। তারা দুই জনস্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে সবেমাত্র হাফেজিয়া পড়া শেষে করেছিলো।

১৩ মে শনিবার সকালে সড়কদূর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৫) নিহত হন। তিনি উপজেলার বুন্দলীতলা গ্রামের নবাব আলীর ছেলে। তিনি মোটর সাইকেলে চৌগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চৌগাছা মাধবপুর সড়কের ধুনার খাল নামক স্থানে পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে। নিহত শহিদুলের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বিলাপ বলছিলেন মাত্র ১৫ দিন পরেই সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিলো শহিদুলের। তার মৃত্যুতে দুই মেয়ে নিয়ে আমি পথে বসে গেছি। ১০ এপ্রিল সোমবার রাতে আত্মীয়বাড়ী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাফিজুর রহমান (৪২) নামের একজন নিহত হন।

এ ঘটনায় তার স্ত্রী জামেনা বেগম আহত হন। হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শিপচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে। হাফিজুর রহমান মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে আত্নীয়ের বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের খলশি বাজারের নিকটে পৌছালে এ হতহতেন ঘটনা ঘটে। ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে চৌগাছা-যশোর সড়কের জাহাতাফ মুন্সি মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নুরুল আমিন (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হন। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত হাশেম মুন্সির ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানান, কৃষক নুরুল আমিন বাইসাইকেলযোগে নাতি ছেলেকে নিয়ে মেয়ের বাড়ী উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে যাচ্ছিলো।

তারা চৌগাছা-যশোর সড়কের জাহাতাফ মুন্সি মোড় নামক স্থানে পৌছালে যশোর গামী অফসোনিন গ্রুপ (ঔষধ) কোম্পানীর একটি কাভার্ড পিকআপ (ঢাকা মেট্রো ১১-১৩৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে এ ঘটনা ঘটে। ৩ মার্চ শুক্রবার রাত ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারি মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়। তিনি পৌর শহরের কুঠিপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হন ইব্রাহিমের কারখানার রং মিস্ত্রী জাহাঙ্গীর হোসেন (২৮)। জাহাঙ্গীর হোসেন পৌর শহরের কুঠিপাড়া গ্রামের মৃত বাক্কী আলীর ছেলে। তারা একটি মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারি মোড় নামক স্থানে পৌছালে এ দূর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন জীবনের মতো পঙ্গুত্ব বরণ করেন। ১১ মার্চ শনিবার রাতে পৌর শহরের চৌগাছা-আড়পাড়া সড়কের ইছাপুর বটতলা মোড়ে ইজিবাইক চাপা পড়ে তাসকিন আহমেদ রিফাত (৫) নামে এক শিশু নিহত হয়।

নিহত রিফাত পৌর শহরের ইছাপুর গ্রামের দেওয়ান পাড়ার জসিম উদ্দীনের ছেলে। একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে পড়ে শিশুটি মারা যায়। ১৮ মার্চ শনিবার সকালে একটি দুর্ঘটনায় শ্রেয়া বালা (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। পৌর শহরের প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। ৮ মার্চ বুধবার সড়ক দুর্ঘটনায় আলমসাধু (স্থানীয় যানবাহন) চাপা পড়ে সুজন হালদার (৩৩) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় চালক রফিকুল ইসলাম (৪১) ও যাত্রী আতিয়ার রহমান (৪৫) মারাত্মক আহত হন। উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম আলীর চাতালের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সুজন হালদার পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের অবনিশ হালদারের ছেলে।

আহত আতিয়ার রহমান ও রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। ১২ জানুয়ারি বৃহ¯পতিবার বিকেলে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার মোড়ে প্রাইভেটকার চাপায় সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের নওয়াব আলীর স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হন সিংহঝুলি ইউপি পরিষদের সদস্য আল-আমিন (৪৭), প্রাইভেটের চালক বারুইহাটি গ্রামের আশাদুল ইসলাম টেংরা (৪০) ও বলিদাপাড়া গ্রামের নাজমুল ইসলাম (৩৮)। স্থানীয়রা ও পুলিশ জানান, একটি লাল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৬৮৮৪) মহেশপুর থেকে চৌগাছার দিকে আসছিল। গাড়িটি চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা পীর বলুহ দেওয়ানদাখিল মাদরাসার মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়ইগাছে মেরে দেয়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। এ সকল হতাহতের ঘটনায় অনেক পরিবার বসকিছু হারিয়ে পথে বসে গেছে।

চৌগাছায় নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতা আব্দুল মুন্নাফ মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় অকাতরে প্রাণ হারানোর বিষয়ে সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচলের বিষয়ে শুধু চৌগাছায় বন্ধহলে হবে না। সারা দেশেই বন্ধ করতে হবে। এজন্য সড়ক ও সেতু মন্ত্রণালয় কাজ করছে। তারপরও আমরা সড়কগুলো অবৈধ যান মুক্ত করতে কাজ করছি। সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে শুধু কারো একার পক্ষে সম্ভব নয়। এই সেক্টরের সঙ্গে যারা কাজ করেন তাদের সবাই একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit