তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের মৃত দেহ রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে । গত শনিবার রাত ১১টায় উপজেলার মাটিন্দর ইউনিয়নের কুড়ই ডাঙ্গা গামের মৃত রমজান আলীর পুত্র নূর মোহাম্মদ নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল পায় ৭৫ বছর।
রবিবার বিকেল ৫ টায় রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুমানা আফরোজের নেত্রীতে পত্নীতলা থানার পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার প্রদান করে ।
পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ এলাকার সব স্তরের মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ বহু গুনাহ রেখে গেছেন।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮