এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় বিশিষ্ট শিক্ষাবিদ (অবঃ) আব্দুল কাদের স্যারের মৃত্যু, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার ৯ জুলাই দুপুরে নিজবাড়ীতে এ অবসর প্রাপ্ত শিক্ষক মৃত্যু হয়। এ গুণীজনের মৃত্যু কালে বয়স হয়ে ছিলো ৮০ বছর। তিনি মৃত্যু কালে স্ত্রী, ৪ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চৌগাছা কামিল মাদ্রাসার সবার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ী উপজেলার স্বরুপদাহ গ্রামে।
আছরের নামাজের পর জানাযা পূর্ব আলোচনায় বক্তৃতা করেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, জামায়াতের আমির মাও.গোলাম মোর্শেদ, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, উপঅধ্যক্ষ ড. আলা উদ্দীন, মাও.মুজাম্মেল হক, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দীন প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৫