আন্তর্জাতিক ডেস্ক : মিনিট মিররের এক প্রতিবেদনে জানা গেছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটি শেয়ার করেছে। সাক্ষাৎকার দেয়া রোবটের নাম গ্রেস এবং যিনি তার সাক্ষাৎকার নিয়েছেন তার নাম রোরি চিল্যান্ড।
সাক্ষাৎকারের শুরুতেই রিপোর্টার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট গ্রেসকে তার পরিচয় দিতে বলেন। এর জাবাবে রোববটি বলে: ‘আমি গ্রেস। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসেবা সহায়তাকারী। আমাকে মানুষের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে।’
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪০