ডেস্ক নিউজ : উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মেক্সিকোতে এক সাংবাদিকের মরদেহ নিখোঁজের দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা লা জর্নাদার সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগেজের মৃতদেহ শনিবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রাজ্য নায়ারিতের রাজধানী টেপিকের উপকণ্ঠে পাওয়া যায়।
নায়ারিত রাজ্যের প্রসিকিউটর অফিস জানায়, ৫৯ বছর বয়সী এই সাংবাদিক বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার তার স্ত্রী মেক্সিকান কর্তৃপক্ষের কাছে নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন দায়ের করেন।
বার্তাসংস্থা দ্যা গার্ডিয়ান জানায়, সানচেজ ইনিগুয়েজকে সর্বশেষ দেখা গিয়েছিল নায়ারিত রাজ্যের টেপিক শহরের জালিসকোতে। দীর্ঘদিন ধরে হেরোইন এবং আফিমের চোরাচালানের সাথে যুক্ত এই এলাকা।
কীভাবে তিনি মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও কর্তৃপক্ষের ধারণা তার মৃতদেহ পাওয়ার ২৪-৪৮ ঘন্টা আগে তার মৃত্যু হয়েছিল।
এ ছাড়া এর আগে গত শুক্রবার মেক্সিকোর জালিসকো শহর থেকে ওসিরিস মালডোনাডো ডি লা পাজ নামে এক শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা, যিনি আগে একই পত্রিকায় ডিজিটাল গণমাধ্যমে কাজ করতেন। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
অন্যদিকে, ৭ জুলাই আরেক সাংবাদিক জোনাথন লোরা রামিরেজের বাসভবন থেকে দু’জন সশস্ত্র মুখোশধারী লোক তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। যদিও পরবর্তীতে রামিরেজকে জীবিত অবস্থায় উদ্ধার করে কর্তৃপক্ষ।
এদিকে নায়ারিত কর্তৃপক্ষ জানিয়েছে যে মামলাগুলি দায়ের হওয়ার সাথে সাথে তারা তদন্ত শুরু করেছে এবং তারা সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল ব্যবস্থা করেছে।
মেক্সিকোতে, দুর্নীতি, অপরাধ এবং মাদকের তদন্ত করা ব্যাক্তিরা প্রায়শই এরকম হামলার শিকার হয়ে থাকে এবং উচ্চ ঝুঁকিতে বসবাস করে। সংবাদপত্রের স্বাধীনতা গোষ্ঠীগুলির মতে, দেশটি ধারাবাহিকভাবে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হচ্ছে।
কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৮