শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় মামলা, গণ হয়রানি, গ্রেপ্তান এবং আইনি সহায়তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় কামারউড়া আবু আব্বাস উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ভুক্তভোগী লোকজনের পক্ষে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন রানা’র উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রানা। তিনি তার বক্তব্যে জানান, বিভিন্ন মিথ্যে অভিযোগে মামলা দিয়ে তার ইউনিয়নের লোকজনকে হয়রানি করা হচ্ছে। অতি দ্রুত সময়ের এই এলাকায় আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এলাকার শান্তি ফেরাতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৮