স্পোর্টস ডেস্ক : সহযোদ্ধা তামিম ইকবাল নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন বৃহস্পতিবার। এতে যারপরনাই হতাশ ও ব্যথিত ক্রিকেটাররা। এখানে তাদের প্রতিক্রিয়া-মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবরটি শুনে আমি হতবাক। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার কাঁধে আপনার সমর্থনের হাতটা সবসময় মিস করব, তামিম ইকবাল ভাই।’
নিজের ভেরিফায়েড পেজে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘মাঠে ও মাঠের বাইরে আপনার সঙ্গে দীর্ঘ পথচলায় অজস্র স্মৃতি রয়েছে। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসাবে আপনি যতটা সহযোগিতা করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আপনাকে মিস করব।’মেহেদী হাসান মিরাজও তামিমের কাছ থেকে পাওয়া শিক্ষার কথা স্মরণ করলেন। কৃতজ্ঞতা জানিয়েছেন সহযোগিতার জন্য। পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও আক্ষেপের সুর। তামিম ইকবালের খেলা দেখে ভালোলাগার কথা। তার অভিষেক তামিমের অধিনায়কত্বে সেকথা স্মরণ করলেন এই তরুণ। জানালেন, এই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে গর্বিত তিনি।
আক্ষেপ ঝরেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের কণ্ঠে। ‘লাল-সবুজ জার্সিতে আপনার সঙ্গে আর বাংলাদেশ দলে খেলা হবে না, আক্ষেপ তার স্ট্যাটাসে। পেসার রুবেল হোসেনেরও আক্ষেপ ও হতাশা। তামিম ইকবালের বিদায় মেনে নিতে পারছেন না জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। তামিমের অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৫