স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল পৌর সভা নির্বাচনের আর মাত্র ১২দিন বাকী। এরই মধ্যে সরকারী দলের নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর নেতা কর্মি ও সমর্থদের বিরুদ্ধে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচার প্রচারনায় বাধা, নির্বাচনি প্রচার মাইক ভাংচুর করা, মাইক প্রচার বন্ধ করাসহ নেতা কর্মিদের মারপিট করার অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ঘোষনা দিলেও বেনাপোল পৌর নির্বাচনে তা মানা হচ্ছে না। এ ছাড়া বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ না নেওয়ায় এবং বিরোধী পক্ষের কোন প্রার্থী না থাকায় নির্বাচনে তেমন কোন সর গরম নেই ।
নেই কোন নির্বাচনি আমেজ। তার পরেও থেমে নেই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। বেনাপোল পৌর সভার ৯ টি ওয়ার্ডে ভোর থেকে গভীর রাত পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে কাউন্সিলর প্রার্থীরা। অপরদিকে নির্ভয়ে সরকার দলীয় নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মোঃ নাসিরউদ্দিন নির্বাচনি প্রচার প্রচারনা চালালেও – হুমকি, ভয় প্রদর্শনের মধ্যে দিয়ে স্বতন্ত্র মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ¦ মফিজুর রহমান স্বজন তার প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে, স্বতন্ত্র মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ¦ মফিজুর রহমান স্বজন জানান, তার মেয়র পদে নির্বাচনি প্রতিক মোবাইল। তিনি প্রতিক পাওয়ার পর থেকে প্রচার প্রচারনায় যথেষ্ঠ বাধা, ভয় প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, তির নির্বাচনি প্রচারনার প্রথম দিন ২৬ জুন বেনাপোল পাঠবাড়ী এলাকায় তার মোবাইল প্রতিকের প্রচার গাড়ি ও মাইক ভাংচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মাইকসহ মেমোরী কার্ড। তিনি বলেন বিষয়টি প্রথমিক ভাবে বেনাপোল পোর্ট থানার ওসি কে জানালে তিনি তাৎক্ষনিক পুলিশ দিয়ে মাইক ও মেমোরী কার্ড উদ্ধার করে দেয়।
স্বতন্ত্র পপ্রার্থী মফিজুর রহমান স্বজন আরও অভিযোগ করে বলেন, তার প্রচার মাইক বেনাপোলের বিভিন্ন এলাকায় বাধা গ্রস্থ হচ্ছে। ৪ জুলাই মঙ্গলবার বেনাপোল বাগে জান্নাতের সামনে থেকে তার প্রচার মাইক ভাংচুর করা হয়। মারপিট করে রক্তাক্ত জখম করা হয় হাসান (৩৫) নামে এক কর্মিকে। এ সব বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান স্বজন জেলা পুলিশ সুপার ও নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছে বলে জানান।
স্বতন্ত্র মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ মফিজুর রহমান স্বজন অভিযোগ করে বলেন, গত ২ জুলাই রাত সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড এলাকায় তার বাড়ির সামনে স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে ২০/২৫টি মোটর সাইকেল করে একদল দূর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। জীবনের হুমকি দেয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। এ সব বিষয় নিয়ে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে।
স্বতন্ত্র মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ¦ মফিজুর রহমান স্বজন বলেন বিএনপি ও জামায়াত নির্বাচনে অংশ না নিলেও সরকার বলছে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে। কিন্তু সরকারের কথার সাথে নিরর্বাচন অবাধ ও সুষ্ঠ হওয়ার কোন লক্ষন দেখা যাচ্ছে না। তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচনি সংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত সকল প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ মোঃ কামাল ভুঁইয়া বলেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি শান্তিপূর্ণ নির্বাাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:০৮