এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসিনা বানু (৬৫) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (৫ জুলাই) ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়পুর বাজারে কপোতাক্ষ নদ ব্রীজ ঘাটে। নিহত হাসিনা বানু নারায়পুর গ্রামের পূর্ব পাড়ার আবু শামার স্ত্রী। সংসার জীবনে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক নয়ন হোসেন (২৫) ও ট্রাকটি (যশোর-ট-০৯৯৩) হেফাজতে নিয়েছেন।
নিহতের স্বামী চৌগাছা হাসপাতালে সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে গ্রামের (নারায়নপুর) উপ-স্বাস্থ্য কেন্দ্রেডাক্তার দেখায়ে পায়ে হেটে বাড়ি ফিরছিল সে। এ সময় নারায়নপুর বাজারে কপোতাক্ষ নদের ব্রিজের নিকটেপৌছালে একটি ট্রাক তার পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে পিচের রাস্তার উপর পড়ে যায়। এ সময় ব্রিজেরপশ্চিম অংশে সড়ক মেরামতের কাজে ব্যবহৃত ঐ ট্রাকটি (যশোর-ট-০৯৯৩) পেছন দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার সময় তাকে চাপা দেয়। চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের কোন লুকিং গ্লাস নেই এবং চালকের কোন সহকারীও ছিলো না। চালক একাই দ্রুত গতিতে ব্যাক গিয়ারে চালাচ্ছিলো। ট্রাকটির কোন লাইসেন্স ওফিটনেস নেই। ট্রাকটির গায়ে লেখা রয়েছে জরুরী রাস্তার কাজে নিয়োজিত। এ রির্পোট লেখা (বিকাল ৪.১৫মিঃ) পর্যন্ত নিহতের মরাদেহ চৌগাছা হাসপাতাল মর্গে, ঘাতক ট্রাক ও চালক চৌগাছা থানা হেফাজতে ছিলো।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক চন্দনা পাল বলেন, নিহতের মাথা ফেটে মোগজ বেরহয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক এবং চালককে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৪