সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

অনুপ্রেরণা হতে পারে মিরাজ-আফিফের সেই জুটি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সিরিজের প্রথম ম্যাচটি দুই দলের মুখোমুখি ১২তম লড়াই। আগের ১১ দেখায় বাংলাদেশের জয় ৭টিতে, আফগানদের ৪। তবে এই ম্যাচে নামার আগে পরিসংখ্যানের পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ইনিংসটি হতে পারে টাইগারদের অনুপ্রেরণা।

সেটা গত বছরের ফেব্রুয়ারির ঘটনা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে যায় মাত্র ২১৬ রানে। মাত্র ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোঁচট খায় টাইগাররা। মাত্র ৪৫ রানেই হারিয়ে যায় তাদের ৬ উইকেট। তামিম, সাকিব, মুশফিক, লিটন সবাই সেদিন হতাশ করেছিলেন। তাতে ইনিংসের মাত্র ১২ ওভারেই পরাজয় দেখে ফেলেছিল টাইগার সমর্থকরা। আর ঠিক তখন ত্রাতা হয়ে আসেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

খাঁদের কিনারা থেকে দলকে টেনে তুলেন। বাকিটা পথ বন্ধুর হলেও তারা পাড়ি দিয়েছেন মসৃণভাবেই। আর কোনো উইকেট না হারিয়ে ২১৯ রান নিয়ে দলকে ৪ উইকেটের জয় এনে দেন তারা। দুজনে গড়েন ১৭৪ রানের জুটি। আফিফ ৯৩ রানে ও মিরাজ ৮১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সর্বোচ্চ ১০ রান করেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচটাই আজ চট্টগ্রামে হতে পারে টাইগারদের জন্য অনুপ্রেরণা।

বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের স্কোর

১ মার্চ ২০১৪, ফতুল্লা

আফগানিস্তান : ২৫৪/৬ (আফগান ৯০; ইলিয়াম সানী ২/৪৪)

বাংলাদেশ : ২২২ (মুমিনুল ৫০, নাসির ৪১; নবি ৩/৪৪)

ফল: আফগানিস্তান ৩২ রানে জয়ী।

১৮ ফেব্রুয়ারি ২০১৫, ক্যানবেরা

বাংলাদেশ : ২৬৭ (মুশফিক ৭১, সাকিব ৬৩; জাদরান ২/২০)

আফগানিস্তান : ১৬২ (নবি ৪৪; মাশরাফী ৩/২০, সাকিব ২/৪৩)

ফল : বাংলাদেশ ১০৫ রানে জয়ী।

২৫ সেপ্টেম্বর ২০১৬, মিরপুর

বাংলাদেশ : ২৬৫ (তামিম ৮০, মাহমুদউল্লাহ ৬২, সাকিব ৪৮; দাওলাত ৪/৭৩)

আফগানিস্তান : ২৫৮ (রহমত ৭১; তাসকিন ৪/৫৯, সাকিব ২/২৬)

ফল : বাংলাদেশ ৭ রানে জয়ী।

২৮ সেপ্টেম্বর ২০১৬, মিরপুর

বাংলাদেশ : ২০৮ (মোসাদ্দেক ৪৫*, মুশফিক ৩৮; রশিদ ৩/৩৫)

আফগানিস্তান : ২১২/৮ (আফগান ৫৭, নবি ৪৯; সাকিব ৪/৪৭)

ফল : আফগানিস্তান ২ উইকেটে জয়ী।

১ অক্টোবর ২০১৬, মিরপুর

বাংলাদেশ : ২৭৯/৮ (তামিম ১১৮, সাব্বির ৬৫; রশিদ ২/৪১)

আফগানিস্তান : ১৩৮ (রহমত ৩৬; মোশারফ ৩/২৪, তাসকিন ২/৩১)

ফল : বাংলাদেশ ১৪১ রানে জয়ী।

২০ সেপ্টেম্বর ২০১৮, আবুধাবি

আফগানিস্তান : ২৫৫/৭ (হাসমতউল্লাহ ৫৮, রশিদ ৫৭*; সাকিব ৪/৪২)

বাংলাদেশ : ১১৯ (সাকিব ৩২, মাহমুদউল্লাহ ২৭; রশিদ ২/১৩)

ফল : আফগানিস্তান ১৩৬ রানে জয়ী।

২৩ সেপ্টেম্বর ২০১৮, আবুধাবি

বাংলাদেশ : ২৪৯/৭ (মাহমুদউল্লাহ ৭৪, কায়েস ৭২*; আফতাব ৩/৫৪)

আফগানিস্তান : ২৪৬/৭ (হাসমতউল্লাহ ৭১; মোস্তাফিজ ২/৪৪, মাহমুদউল্লাহ ১/১৭)

ফল : বাংলাদেশ ৩ রানে জয়ী।

২৪ জুন ২০১৯, সাউদাম্পটন

বাংলাদেশ : ২৬২/৭ (মুশফিক ৮৩, সাকিব ৫১; মুজিব ৩/৩৯)

আফগানিস্তান : ২০০ (শিনওয়ারি ৪৯*; সাকিব ৫/২৯)

ফল : বাংলাদেশ ৬২ রানে জয়ী।

২৩ ফেব্রুয়ারি ২০২২, চট্টগ্রাম

আফগানিস্তান : ২১৫ (জাদরান ৬৭; মোস্তাফিজ ৩/৩৫)

বাংলাদেশ : ২১৯/৬ (আফিফ ৯৩*, মিরাজ ৮১*; ফারুকি ৪/৫৪)

ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

২৫ ফেব্রুয়ারি ২০২২, চট্টগ্রাম

বাংলাদেশ : ৩০৬/৪ (লিটন ১৩৬, মুশফিক ৮৬)

আফগানিস্তান : ২১৮ (জাদরান ৫৪; তাসকিন ২/৩১)

ফল : বাংলাদেশ ৮৮ রানে জয়ী।

২৮ ফেব্রুয়ারি ২০২২, চট্টগ্রাম

বাংলাদেশ : ১৯২ (লিটন ৮৬; রশিদ ৩/৩৭)

আফগানিস্তান : ১৯৩/৩ (গুরবাজ ১০৬*, রহমত ৪৭; মিরাজ ২/৩৭)

ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit