আন্তর্জাতিক ডেস্ক : গত ১৮ জুন উত্তর আটলান্টিক মহাসাগরে একশ বছর আগে বিধ্বস্ত হওয়া টাইটানিক জাহাজের কাছে গিয়ে নিখোঁজ হয়। সেই দুর্ঘটনায় টাইটানের মালিক প্রতিষ্ঠান ওশানগেটের মালিক স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান এবং ফরাসি নাবিক পল অঁরি মারা যান।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮