বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাবেক উপসচিব মরহুম আবুল বাশার মোল্লা স্মরণে নাইট ম্যাচ প্রীতি হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপীনাথপুর নতুন বাজার সংলগ্ন হাডুডু খেলার মাঠে অনুষ্ঠিত খেলাটি জমকালো আতশবাজি প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু তাহের মোল্লা। খেলায় সভাপতিত্ব করেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মলাই।
মরহুম আবুল বাশার মোল্লার পরিবারের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও হাডুডু ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এলাকার শক্তিশালী দুটি হাডুডু দল টিম টাইগারস একাদশ বনাম টিম লায়ন্স একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ হাডুডু ফাইনাল খেলায় টিম টাইগার্স একাদশ ৩-২ পয়েন্টে টিম লায়ন্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গ্রামবাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা এই হাডুডু ম্যাচটি দেখতে বৃষ্টির মাঝেও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় টিম টাইগারস একাদশের অধিনায়ক মোঃ এনায়েত মোল্লার হাতে দলের জন্য জার্সি উপহার দেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মলাই আর টিম লায়ন্স দলের অধিনায়ক মোঃ মোক্তার হোসেনের হাতে দলের জন্য জার্সি উপহার দেন সৌদি আরব প্রবাসী মোঃ আল ইমরান। খেলায় সৌদি আরব প্রবাসী মোঃ নাদিম সরকারের সৌজন্যে চ্যাম্পিয়ন ট্রফি ও মোয়াজ্জেম হোমিও হলের সৌজন্যে রানার্স আপ ট্রফি প্রদান করা হয়।
গোপীনাথপুর নতুন বাজার একতা স্পোটিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত খেলায় ক্রীড়া ভাষ্যকার সাংবাদিক মোশাররফ হোসেন কবির ও মোঃ আজিজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ জাকির হোসেন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার মোঃ রুবেল চৌধুরী, কোষাধক্ষ্য নজরুল ইসলাম (নজু), ইতালি প্রবাসী মসজিদুল ইসলাম মিন্টু মৃধা, আতিকুল ইসলাম সেন্টু মৃধা, হাফিজুর রহমান রতন মোল্লা, ফজর মোল্লা, আবুল খায়ের মোল্লা, মোঃ জিতু সরকার, মোঃ বিল্লাল মিয়া, মিন্টু মিয়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।
খেলা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে রানার্সআপ দলের ট্রফি পরাজিত দলের অধিনায়ক মুক্তার হোসেন ও চ্যাম্পিয়ন দলের ট্রফি বিজয়ী দলের টিম ম্যানেজার মোঃ জুনায়েদ মোল্লার হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/রাত ৮:২৮