স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। তারপর করিম বেনজেমা। দুই তারকা ফুটবলারকে পেয়েও থেমে নেই সৌদি আরব। একে একে তারা এনেছে এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, হাকিম জিয়েশ, এদুয়া মেন্দি, রুবেন নেভেসদের মতো ফুটবলারদের। দেশটি প্রো লিগকে যেন নক্ষত্রপুঞ্জ বানাতে চাইছে। সেই লক্ষ্যে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুসকে সেখানে নিতে চেয়েছিল তারা। কিন্তু মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুস। উল্টো চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার।
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্তটা যদিও একা একা নেননি ক্রুস। স্ত্রী জেসিকা ফারবারের অনুমতি নিয়েই চুক্তিপত্রে সই করেছেন। জার্মান টেলিভিশন চ্যানেল ‘আরটিএল’কে দেওয়া সাক্ষাৎকারে এই সরল স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার স্ত্রীর চাওয়াতেই এটা করেছি। সে রিয়ালে আমাকে আরও এক বছর থাকার অনুমতি দিয়েছে। বলেছে, “তোমার যা ভালো মনে হয়, করো।” আমি ওর কথাই মেনে নিয়েছি।’
৩৩ বছর বয়সী ক্রুস রিয়াল কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে গত মৌসুমে নিয়মিতই ছিলেন। সব মিলিয়ে ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেছেন। মাঠে ছিলেন মোট ৩ হাজার ৮১৩ মিনিট। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে অ্যাটাকিং থার্ডে বল পাঠিয়েছেন ১২৮ বার, যা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। আর সতীর্থদের উদ্দেশে নির্ভুল পাস বাড়িয়েছেন ৯৩.৮ শতাংশ। পরিসংখ্যান দেখেই আন্দাজ করা গিয়েছিল, ক্রুস আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ অংশ মনে করবেন আনচেলত্তি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫