স্পোর্টস ডেস্ক : চোটের কারণে পা নিয়ে স্বাভাবিক হাটা-চলাই কঠিন নাথান লায়নের। সেই তিনি শেষ উইকেটে নেমে পড়লেন ব্যাট হাতে। প্রায় আধ ঘণ্টার মতো ক্রিজে থেকে বাড়িয়েছেন লিডের ব্যবধান। ১০২ তম ওভারের পঞ্চম বলে তিনি যখন আউট হন, তখন অস্ট্রেলিয়া ৩৭০ রানে এগিয়ে। আর দ্বিতীয় অ্যাশেজে সমতা ফেরাতে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩৭১ রান।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই চালকের আসনে অস্ট্রেলিয়া। শুক্রবার তার ২ উইকেট হারিয়ে ১৩০ রানে তৃতীয় দিন শেষ করেছিল। আজ সেখান থেকে শুরুটাও মন্দ হয়নি। কিন্তু ১৮৭ রানে উসমান খাজা ও ১৯০ রানে স্টিভ স্মিথকে হারানোর পরই যে ছন্দ পতন হয় অজিদের। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ২৭৯ রানে। স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে গেছে ৪ উইকেট। আর বেন স্টোকস ও অলি রবিনসন পেয়েছেন দুটি করে উইকেট।
প্রথম ইনিংসে ৪১৬ করা অজিরা ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল ৩২৫ রানে। তাতে লিড পেয়েছিল ৯১ রান। দ্বিতীয় ইনিংস সেই ব্যবধান তাই দাঁড়িয়েছে ৩৭০ রানে। ইংল্যান্ডকে করতে হবে এখন ৩৭১ রান। যদিও লর্ডসের গত ৩৯ বছরের রান তাড়ার পরিসংখ্যান ইংলিশদের পক্ষ নিচ্ছে না। কারণ সবশেষ ১৯৮৪ সালে এই মাঠে ৩৪৪ রান টপকে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান তাড়ার সেই জয়ের পর কেটে গেছে ৩৯ বছর। এবার বাজবল ক্রিকেটারদের সামনে সুযোগ সেটা ভেঙে নতুন রেকর্ড গড়ার।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ১১:১৯