রামচরণ মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। অভিনেতার মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন, “চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি।”অভিনেতা জানান, নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ। এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে, এটাই এর মাহাত্ম্য। তবে এমন একটা নাম নির্বাচনের পুরো কৃতিত্বই অভিনেতা দিয়েছেন মেয়ের দাদা-দাদীকে। রামচরণের কন্যার এমন নামকরণে খুশি তার অনুরাগীরাও।
কেউ লিখেছেন, “কী পবিত্র একটা নাম!” কারও কথায়, “দক্ষিণী তারকারা যে নিজেদের শিকড় ভোলেন না, এটা তারই প্রমাণ।”নামকরণ অনুষ্ঠানটি হয়েছে রামচরণের শ্বশুরবাড়িতেই।তারকা-কন্যার নামকরণ অনুষ্ঠান উপলক্ষে উপহার হিসেবে মুকেশ ও নীতা আম্বানী পাঠিয়েছেন স্বর্ণের দোলনা। এই দোলনার দাম প্রায় এক কোটি রুপির কাছাকাছি।