এম. এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাঁচনামনা দুঃস্থ্য কল্যাণ সংস্থার ঊদ্যোগে দুঃস্থ্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের পাঁচনামনা বেড়বাড়ী জামেমসজিদ মাঠে এ অর্থ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচনামনা দুঃস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি জুমারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর কাউন্সিলর সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন। মাষ্টার মজনুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মাও. হাফিজুর রহমান, এনামুল হক লিটন, আব্দুল মালেক, আবু তালেব, আশিকুর রহমান, আব্দুস শুকুর, দাউদ হোসেন, নুরুনবী প্রমুখ। বক্তৃতা শেষে গ্রামের ১০ জন দুঃস্থ্যদের মাঝে তাদের চিকিৎসা বাবদ নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫২