স্পোর্টস ডেস্ক : বোকা জুনিয়র্স কিংবদন্তি ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান রোমান রিকুয়েলমে খেলা ছেড়েছেন বেশ আগে। বর্তমানে বোকা জুনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট তিনি। আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখার ৮ বছরেরও বেশি সময় পর যিনি বিদায়ী ম্যাচ খেললেন।
নিজেদের কিংবদন্তি ফুটবলারকে সম্মান জানাতে রবিবার ঘরের মাঠ লা বোমবোনেরায় যে প্রদর্শনী ম্যাচ আয়োজন করে বোকা জুনিয়র্স, তাতে ছিল তারার মেলা। বোকা জুনিয়র্স লিজেন্ডস বনাম আর্জেন্টিনা জাতীয় দল নামাঙ্কিত দলের মধ্যে খেলা হয়েছে। যেখানে আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেছেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। গোলও করেছেন এই সুপারস্টার।
ম্যাচটা অবশ্য জিততে পারেননি মেসিরা। ৫-৩ গোলে জিতেছে বোকা। দলটির হয়ে গোল করেছেন রিকুয়েলমেও।
কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১১:২৬