ডেস্ক নিউজ :ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ১৯টি স্থানে বসেছে পশুর হাট। এসব হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। কয়েকদিন ধরেই পশুভর্তি ট্রাক রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে। তবে শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।
বিভিন্ন হাটের পশু ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে তারা পশু বিক্রির জন্য হাটগুলোতে আসতে শুরু করেছেন। তবে ঈদ এগিয়ে এলে সড়কে যানজট ও ঝামেলা এড়াতে অনেকে কয়েকদিন আগেই চলে এসেছেন।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৩,/দুপুর ১২:৪৬