আন্তর্জাতিক ডেস্ক : কৃষক বাবার (৫০) কাছে হাতখরচ চেয়েছিল সন্তান। কিন্তু ছেলে মাদকাসক্ত হওয়ায় বাবা হাতখরচ দিতে রাজি হননি। সেই রাগে পাথর দিয়ে মাথায় আঘাত করে বাবাকে খুন করল ২৫ বছর বয়সী ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার (১৯ জুন) রাতে একটি ক্ষেত থেকে বাবু চৌধুরীর মরদেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে তার ছেলে সোহনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার হিতিকা ভাসাল বলেন, বাবুর ছেলে সোহন মাদকাসক্ত। তিনি বাবাকে ক্ষেতের কাজে মাঝেমাঝে সাহায্য করতেন। সম্প্রতি বাবার কাছে দুই হাজার রুপি হাতখরচ চেয়েছিলেন। কিন্তু বাবা মাদকাসক্ত ছেলেকে সেই টাকা দিতে আপত্তি জানান। সেই রাগ থেকেই বাবাকে খুন করে ছেলে।
জানা গেছে, হাতখরচ না পেয়ে ক্ষেত থেকে পাথর তুলে বাবার মাথায় আঘাত করেন সোহন। একপর্যায়ে ছেলের মার খেয়ে রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ্যে পড়ে যান বাবা। সোহন বাবাকে ওই অবস্থায় ফেলেই পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।
কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/বিকাল ৩:১৬