আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সেনাকে পরাস্ত করা হয়েছে এবং তাদের সেনাঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। খবর রয়টার্সের।
তিনি জানান, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়া যেসব অঞ্চল দখল করে রেখেছিল, তার বেশ কিছু জায়গা পুনর্দখল করা সম্ভব হয়েছে। ইউক্রেনের সেনার পরাক্রমের সামনে পরাস্ত হচ্ছেন রাশিয়ার সেনা। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, পুনর্দখল অভিযান চালাতে গিয়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আক্রমণ চালাচ্ছে।
তিনি বলেন, ইউক্রেনের ড্রোন আক্রমণে এক রাশিয়ার নারীর মৃত্যু হয়েছে। চারজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত। ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জেলেনস্কি আরও বলেন, ‘সন্ত্রাস নিয়ন্ত্রণের একমাত্র রাস্তা সন্ত্রাসীকে ধ্বংস করা।’
গত প্রায় দুই সপ্তাহ ধরে পুনর্দখল অভিযানে নেমেছে কিয়েভ। কিন্তু গোড়ার দিকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছিলেন না জেলেনস্কি। সম্প্রতি এ বিষয়ে তিনি মুখ খুলতে শুরু করেছেন।
ওই দিন দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন ছাড়াও কিয়েভ নিয়ে কথা বলেন জেলেনস্কি। জানিয়েছেন, মঙ্গলবার লাগাতার ৪ ঘণ্টা ধরে রাজধানীতে আক্রমণ চালিয়েছে রাশিয়া। কিন্তু অ্যান্টি মিসাইল শিল্ড দিয়ে সেই আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে। রাশিয়া অবশ্য দাবি করেছে, কিয়েভের একটি সামরিকঘাঁটি তারা ধ্বংস করেছে।
কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/দুপুর ২:৩৫