জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে লালমনিরহাট শহরে মানববন্ধন হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে লালমনিরহাট শহরের প্রানকেন্দ্র মিশন মোড়ে মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ও বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা যৌথ আয়োজনে এ মানববন্ধনে জেলার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
এসময় নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, গুম, খুন প্রতিরোধে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। সাগর-রুনিসহ সারা দেশে অসংখ্য সাংবাদিককে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোনো ঘটনার বা সাংবাদিক হত্যার বিচার হয়নি।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এসআর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন, বিএমএসএফ লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক জিন্নাতুল ইসলাম জিন্না, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ সিপন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিন বাবু, সাংবাদিক নিয়ন দুলাল, জামাল বাদশা, শাহাজাহান সাজুসহ অনেকে।
এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। রাতে এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৯:০৮