চট্টগ্রাম সমিতির শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Update Time :
রবিবার, ১৮ জুন, ২০২৩
১৪৯
Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির জীবনসদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।১৭ জুন (২০২৩ খ্রিস্টাব্দ) শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), এম.পি উপস্থিত থাকার কথা ছিল। সঙ্গত কারণে তিনি উপস্থিত থাকতে পারে নি।চট্টগ্রাম সমিতি সূত্রে জানা গেছে এবার স্নাতক পর্যায়ে অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের ২০ জন শিক্ষার্থী কে চার বছরের জন্য বৃত্তি প্রদান এবং ৮৫ জন শিক্ষার্থী কে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত এবং সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং চট্টগ্রাম সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।