আন্তর্জাতিক ডেস্ক : হার্নিয়া অপারেশনের নয় দিন পর হাসপাতাল ছেড়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (১৬ জুন) তিনি ফিরে গেছেন ভ্যাটিকানে। ব্যস্ত গ্রীষ্মকে সামনে রেখে তার স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর থেকে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস হিপ সমস্যা, হাঁটুতে ব্যথা, ওজন বৃদ্ধি থেকে একটি স্ফীত কোলন এবং শ্বাসযন্ত্রের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
পূর্ববর্তী অস্ত্রোপচারের দাগের জায়গায় একটি বেদনাদায়ক হার্নিয়া অপসারণের জন্য ৭ জুন পোপকে সাধারণ চেতনানাশক দিয়ে তিন ঘণ্টার অপারেশন করা হয়। ২০২১ সালের পর থেকে এ নিয়ে তিনি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন।
চিকিৎসকরা বলেন, গত সপ্তাহে অপারেশন শেষে জেগে ওঠার পর প্রফুল্ল ছিলেন পোপ। সে সময় তিনি মেডিকেল টিমের সাথে রসিকতা করছেন। তারপর থেকে হাসপাতাল তার পুনরুদ্ধারের বিবরণ নিয়মিত আপডেট করেছে।
ভ্যাটিকান পোপের নিরাময়ের জন্য সময় দিতে ১৮ জুন পর্যন্ত পোপ শ্রোতাদের বক্তব্য শোনা বাতিল করেছেন। তবে ফ্রান্সিস রোমের জেমেলি হাসপাতালে তার স্যুট থেকে আবার কাজ শুরু করছেন। চিকিৎসকরা জানান, পোপ তার শেষ দিনটি হুইলচেয়ারে ঘুরে ঘুরে কাটিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন তার দেখাশোনা করা ডাক্তার ও নার্সদের।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/রাত ৯:৩৬