বিনোদন ডেস্ক : পূজার আয়োজন হোক বা একরত্তি মেয়েকে লেহেঙ্গায় সাজিয়ে তোলা— নায়িকা সব সময়েই মুগ্ধ করেন অনুরাগীদের। সদ্য ইনস্টাগ্রাম স্ট্যাটাসে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। বাড়িতে একটি পূজার আয়োজন করেছিলেন তিনি। ভারতীয় আচার-রীতি মেনেই করা হয়েছিল পুরো আয়োজন।
আর সেই পূজাতেই তিনি একরত্তি মালতীকে সাজিয়েছিলেন লেহেঙ্গায়। যা নজর কাড়ল নেটাগরিকদের। লেহেঙ্গায় ছোট্ট মালতী যেন আরও মিষ্টি, আরও আদুরে। অভিনেত্রীর স্ট্যাটাস ভাগ করে নেয়া সেই ছবি মুহূর্তেই ভাইরাল।
প্রসঙ্গত, মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে আপাতত বিদেশেই ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা, চুটিয়ে কাজ করছেন হলিউডেও।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪০