খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাংক কর্মকর্তার ও পদ্মাসেতু দক্ষিণ থানা এলাকা থেকে গাছের সাথে ঝুলন্ত গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যাংক কর্মকর্তা নিহত মিঠু মৃধা (৩৫) ন্যাশনাল ব্যাংক লিমিটেড কাজীর হাট শাখায় জুনিয়র (ক্যাশ) কর্মরতা হিসেবে কর্মকর ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে। অপর নিহত গার্মেন্টস কর্মী সাব্বির শেখ (২৬) গাজীপুরে একটি তৈরী পোষাক কারখানায় কাজ করতেন। সাব্বির জাজিরা উপজেলার নাওডোব ফজলু মাদবর কান্দির সাইদ শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা মিঠু গত ২ বছর ধরে ন্যাশনাল ব্যাংক কাজীর হাট শাখায় জুনিয়র ক্যাশ অফিসার পদে কর্মরত ছিল। তিনি স্বপরিবারে কাজীর হাট ছাগল বাজার সংলগ্ন বাবুল মৃধার বাড়িতে ভাড়া থাকতেন। ১০ দিনের ছুটি নিয়ে তিনি স্বপরিবারে গ্রামের বাড়ি বেড়াতে যায়। ছুটি শেষে মিঠু একাই এসে ১১ জুন রোববার কর্মস্থলে যোগদান করেন। ওই দিন দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে যায়। ১২ জুন সোমবার সকালে বাড়ির মালিকসহ অন্যান্যরা তাকে অসুস্থ ও আহত অবস্থায় পেয়ে ব্যাংকে খবর পাঠায়।
ব্যাংক থেকে সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম এসে মিঠুকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎস মিঠুকে মৃত বলে ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন ধারণা করছেন, স্ট্রোক করে ধারালে কিছুর ওপর পরে মিঠু আহত হয়। কপালে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গার্মেন্টস কর্মী সাব্বির শেখের মরদেহ পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন শিবচরগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশের গাছের সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় উদ্ধার কারেছে পুলিশ। সাব্বির গাজীপুরে একটি তৈরী পোষাক কারখানায় কাজ করতেন। ১১ জুন রোববার রাতে অজ্ঞাত পরিচয়ের কতিপয় লোক সাব্বিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ১২ জুন সকালে সাব্বিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।
তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের লোকেরা সাব্বিরকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে সাথে ঝুলিয়ে রেছেছে। এই বিষয়ে পদ্ম সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/বিকাল ৫:২৪