বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের শ্রমিকরা রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। কোন কারণ ছাড়াই শ্রমিকদেরকে মারধরের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এর ফলে ওই বন্দরের নৌযান থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। নদী বন্দরে আটকা পড়েছে ৩০-৪০টি জাহাজ।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার জানান, কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতারা শনিবার আশুগঞ্জে আসেন। এ সময় নোঙর থাকা কয়েকটি জাহাজের শ্রমিকদেরকে বিনা কারণে মারধর করা হয়। এরই প্রতিবাদে কাজে যাচ্ছেন না শ্রমিকরা।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কো কনভেনার নাজমুল হোসাইন হামদু জানান, নিয়ম না মেনে সিরিয়াল ছাড়াই বিভিন্ন পণ্য নিয়ে জাহাজগুলো আশুগঞ্জ বন্দরে নোঙর করে। এ সময় জাহাজে থাকা শ্রমিকদের কাগজপত্র দেখাতে বলা হয়। তখন তারা কাগজপত্র দেখাতে না পারায় এ নিয়ে কথা কাটাকাটি হয়। কাউকে মারধরের অভিযোগ মিথ্যা।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/রাত ৮:৪০