বিনোদন ডেস্ক : আয়না; নিতান্তই খুবই সাধারণ একটি বস্তু। আয়নাহীন বাড়ি একেবারে কল্পনাও করা যায় না। কেননা, দিনের মধ্যে একাধিকবার মানুষ নিজের প্রতিচ্ছবি দেখতে আয়নার সামনে আসেন। অথচ এই বস্তুটিই যে কখন অচেনা হয়ে যায় আর তা হয়ে দাঁড়ায় ভয়ের বিষয়, সে বৃত্তান্ত জানলে অনেকেরই হয়তো সমস্যা দেখা দেবে আয়নার সামনে দাঁড়াতে।
২০১০ সালে ইতালিয়ান মনোবিজ্ঞানী জিয়োভান্নি ক্যাপুতো প্রায় ৫০ জনের ওপর একটি পরীক্ষা চালান। পরীক্ষায় সবাইকে আবছায়া অন্ধকারে আয়নার সামনে দশ মিনিট ধরে তাকিয়ে থাকতে বলা হয়েছিল। অনেকে কোনো পরিবর্তন লক্ষ করেননি, তবে বেশির ভাগ ব্যক্তি চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন, অনেকে বেশ ট্রমাটাইজও হয়ে পড়েছিলেন।
একে বলা হয় ‘ক্যাপুতো ইফেক্ট’। যদিও এর পিছনে প্রকৃত কারণ এখনও অনুসন্ধান করা যায়নি। ধারণা করা হয়, যথেষ্ট আলোর অভাবে পরিষ্কার তথ্য মস্তিষ্কে পৌঁছতে পারে না। তখন মস্তিষ্কের যেসব অংশে পরিষ্কার অর্থাৎ সুস্পষ্ট প্রতিচ্ছবি আসে না, সেসব অংশ নিজ থেকে কিছু অবাস্তব ছবি কল্পনা করে নেয়।
যার ফলে তৈরি হয় দৃষ্টিভ্রম, এতে মনে হতেই পারে যে প্রকৃত ছবির তুলনায় ভিন্ন প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো পেরিডোলিয়া, আলোর পরিমাণ এবং মনস্তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া মানব মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়া বেশ জটিল। বাস্তবে এ ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হলে ভয় পাবেন না। আর কিছু দেখতে না পেলেও তা অস্বাভাবিক নয়।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৯