ডেস্ক নিউজ : রোববার (১১ জুন) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৩ কোটি ১৬ লাখ টাকা।
ডিএসইতে রোববার প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ দশমিক ৫৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ দশমিক ৬৫ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ১৯০ দশমিক ৯৮ পয়েন্টে। সূচক কমেছে ১ দশমিক ৯০ পয়েন্ট।
রোববার ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্সুরেন্স। এ ছাড়া নাভানা ফার্মা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল, ইন্ট্রাকো রিফুয়েলিং, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, মুন্নু সিরামিক ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে লেনদেন। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। রোববার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪২ দশমিক ৬৯ পয়েন্টে ও ১১ হাজার ২১১ দশমিক ১৮ পয়েন্টে।
এ ছাড়া সিএসআই সূচক কমেছে ১ দশমিক ৮০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৫ দশমিক ৮৩ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ১৫ পয়েন্ট ও ১৩ হাজার ৩৯২ দশমিক ১৪ পয়েন্টে। সিএসইতে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৭৪টি ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির কোম্পানির শেয়ার দর।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/বিকাল ৫:৪৪