বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল স্বাস্থ্যবার্তা কার্যক্রম চালু হয়েছে। ওই কার্যক্রমের মধ্য দিয়ে হাসপাতালে যাওয়ার পরপরই সাধারন মানুষ নিজে স্বাস্থ্য ভালো রাখা সম্পর্কে নানা ধরণের বার্তা পাবেন।বুধবার সকালে গিয়ে দেখা যায়, হাসপাতালের টিকিট কাউন্টারের পাশে টিভি মনিটরের মতো দেখতে একটি ডিজিটাল বোর্ডে ভিডিও চলছে। এতে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরণের সচেতনতামূলক বিশেষ কিছু বার্তা। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ নানা বিষয়ে এটাতে ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আপাতত টিকিট কাউন্টারের সামনে এটি রাখা হয়েছে। পরবর্তীতে একটি সুবিধাজনকস্থানে রেখে হাসপাতালের চারপাশে স্পিকারের মাধ্যমে এসব বার্তা হাসপাতালে আগতদের শুনানো হবে। ডিজিটাল ওই স্বাস্থবার্তায় বেশ কয়েকটি সচেতনতামূলক ভিডিও রয়েছে, যা থেকে অনেক কিছু জানতে পারবেন হাসপাতালে আগত রোগীরা। এদিকে ‘মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার আখাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, রুবেল আহামেদ প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ২:১২