আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি পোস্টারে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবিতে হিটলারের মত গোঁফ আঁকা ও অপমানজনক মন্তব্য লেখার অভিযোগে এক কিশোরকে কারাদণ্ড দেয়া হয়েছে।
তুরস্কের বিভিন্ন গণমাধ্যম জানায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা ওই কিশোরের বিরুদ্ধে এরদোয়ানের মুখের ওপর ‘হিটলার গোঁফ এঁকে দেওয়া এবং অপমানজনক মন্তব্য’ লেখার অভিযোগ আনা হয়েছে
মঙ্গলবার (৬জুন) সিসিটিভি ফুটেজ দেখে ওই কিশোরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।
তবে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ওই কিশোর এরদোয়ানের পোস্টারে গোঁফ আঁকার কথা স্বীকার করলেও অপমানসূচক কথা লেখার বিষয়টি অস্বীকার করে।
হালক টিভির প্রতিবেদন বলছে, ওই কিশোরকে সরকারি কৌঁসুলির সামনে হাজির করা হয়েছিল। পড়ে ‘প্রেসিডেন্টকে অপমান’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
গত দুই দশক ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান গত ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আরও পাঁচ বছরের প্রেসিডেন্ট হয়েছেন।
কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৫