আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডার কুইবেক প্রদেশে জোয়ারে ভেসে যাওয়ার পর চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।
দেশটির কুইবেক প্রদেশে শনিবার সকালে সেন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরতে গিয়ে শিশুসহ ১১ জন জোয়ারে ভেসে যাওয়ার পর এই ঘটনা ঘটে। ১১ জনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।
কুইবেক প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, নিখোঁজ থাকা পাঁচজনের মধ্যে চারজন শিশুকে রবিবার সকালে কুইবেক সিটির উত্তরে পোর্টনিউফ-সুর-মের এলাকায় নদীর তীরে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর তাদের চারজনকেই মৃত বলে নিশ্চিত করা হয়। নিহত ওই চার শিশুর সকলেরই বয়স ১০ বছরের বেশি।
এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজের ব্যক্তির খোঁজে ডুবুরি, নৌকা এবং হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চালাচ্ছে কুইবেক প্রাদেশিক পুলিশ। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র।
কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/দুপুর ২:৪৭